পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—হার ও চার খোকনবাবুর কি মোহর হারাইয়াছে ? আমি কুলতলায় একটা মোহর পাইলাম।” পঞ্চুর বলিল,—“দেখি ” \ হারু তাহাদিগকে মোহর দেখাইল । তাহারা বলিল,—“তা’ই তো। তুই পাইয়াছিস্ — —বা । সে দিন খোকনবাবু কুল পাড়িতে আসিয়া মোহর হারাইয়া গিয়াছেন। আমরা একটা পাইয়াছিলাম, সেটিকে নিয়া সে করার দোকানে বেচিয়। পাচ টাক পাইলাম, তাহ দিয়া আমরা তিন দিন ধরিয়া সন্দেশ কিনিয়া খাইয়াছি । খোকনবাবু শুনিয়াও কিছু বলেন নাই। চল ভাই, এটিকে বেচিয়াও আমরা মজা করিয়া সন্দেশ কিনিয়া খাইব ।” হারু কিছু বলিল না। কেবল বলিল,-“ছি ভাই, আমি তাহ পারিব না। এ মোহর খোকনবাবুর, আমি ੇ নিয়া তাহাকে দিব ।” হারু পাঠশালায় গেল, গিয়া মোহর নিয়া চারুকে l. পণ্ডিত মহাশয় মোহরের কথা শুনিয়া হারুর খুব সা করিতে লাগিলেন । জন্ন উপস্তাস- 86t