এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
حساسامہ f ایسے
তুমি দয়াময় তুমি সমুদয়— –এই নিখিল জনের প্রাণ ।
তুমি সব হেতু, করুণার সেতু,
তুমি প্রভু আছ সৰ্ব্ব স্থান ॥
হারুর মনের মধ্য হইতে, সেই কথাগুলি যেন, গুন গুন করিয়া গানের সুরে উঠিতে লাগিল ।
হারু জোড় হাত করিয়া ভগবানকে প্রণাম করিল।
তখন সন্ধ্যা। নদীর জলে জ্যোৎস্না ঢালিয়া, গাছের পাতায় জ্যোৎস্না ঢালিয়া, সুন্দর চাদ, বটগাছের পাশ দিয়া রূপার থালাখানির মত উকি দিয়া উঠিয়াছে।
--ছেলেদের উপস্তাস— به این