পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু ও চারু-

(৭)

হার দুই তিন দিন পর, একদিন পাঠশালায় আসিতে কুলতলার পথে, হারু, ধূলার মধ্যে কি একটা জিনিষ চক্‌চক্‌ করিতেছে দেখিতে পাইল। কাছে গিয়া দেখিল,— ঠিক যেন একটা মোহরের মত দেখা যায়!

 হারু উহা তুলিয়া লইল। দেখিল,—“তাহাই তো! এটি বোধ হয়ন,খোকন্‌বাবুর মোহর!” ধূলা মুছিয়া গিয়া মোহরটি তখন ঝক্‌ঝক্‌ করিতেছিল। হারু অবাক হইয়া মোহরটি দেখিতে লাগিল।

 হারু ভাবিল,—“খোকন্‌বাবুর মোহর এখানে কেমন করিয়া আসিল? পাঠশালায় নিয়া যাই, খোকন্‌বাবুকে দিব।”

 হারু মোহরটি আঁচলে বাঁধিয়া পাঠশালায় চলিল।

  কতক দূর যাইতে,—পঞ্চু হরিশ নিবারণেরা পাঠশালায় যায়; তাহাদের সঙ্গে দেখা। হারু তাহাদিগকে জিজ্ঞাসা করিল, - “ভাই, তোরা জানিস্?—খোকন্‌বাবু কি মোহর হারাইয়াছে?আমি কুলতলায় একটা মোহর পাইলাম।”

   পঞ্চুরা বলিল,—“দেখি!”

-ছেলেদের উপন্যাস-
৪১