পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

(৯)

 হারুদের বাড়ীতে, ঐ যে শালিকের ছানাটি লাউয়ের মাচার উপর নাচিতেছে, ওটি- হারুর বন্ধু। জান?

  হারুদের বাড়ীটি এখন কেমন সুন্দর হইয়াছে। হারু যে বাড়ীতে ছোট ছোট গাছ লাগাইয়াছিল, তাহাতে হারুদের কুঁড়ের কাছে ছোট একটু বাগানের মত হইয়াছে। আর, তাহার পর হারু, কি করিয়াছে, হারুদের কুঁড়ের পাশে বেগুন ক্ষেত; হারু তাহার ধারে ধারে আরও কত গাছ আনিয়া লাগাইয়াছে। ছোট একটু মরিচের ক্ষেত করিয়াছে, একটু আদার ক্ষেত করিয়াছে। বাপ লাউগাছটিতে ভাল করিয়া মাচা দিয়া দিয়াছে। হারু সিমের গাছ লাগাইয়াছিল, তাহাতে এখন খুব সিম হইয়াছে। পাঠশালা হইতে আসিয়া

৪৮
-ছেলেদের উপন্যাস-