পাতা:চিকিৎসাসার.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-e শুক্লবৰ্ণ হয়। সেই রস যদি স্যাৎ অধিক হয়, তবে মল কালোবর্ণ হয়। ঐ রস যদি স্যাৎ কোন প্রকারে বিগড়িয়া যায়, তবে মলের রঙ্গ অন্য প্রকার হয় । উপায় । তাহার উপায়ের নিমিত্তে যদি স্যাৎ বিলাতি ঔষধ না পাওয়া যায়, তবে, সোণামুখির পাতা . . . . . . . ৬ মাষা জাঙ্গি হরীতকী . . . . . . . . ৩ মাষা এই দুই দ্রব্যকে একত্র মিশাইয়া আধ ঘণ্টা পৰ্য্যন্ত অৰ্দ্ধ সের গরম জলেতে ভিজাইয়। পরে ছাকিয়া লইয়া কিঞ্চিৎ উষ্ণ থাকিতে রাত্রি যোগে উপবাস করিয়া.সেই জল পান করিবে, তাহাতে কোষ্ঠ পরিষ্কার হইবে। যদি স্যাৎ পাজরের নীচে বেদনা হয়, ও সে ব্যক্তির শরীর যদি স্যাৎ স্থলাকার অর্থাৎ মোটা হয়, তবে রক্তমোক্ষণ করবে। আর যদি স্যাৎ অত্যন্ত বেদনা হয়, ও ফুলিয়া উঠে, এবং জ্বর হয় তবে প্রথমে ১০ দশটা কিম্বা ১৫ পোনেরোটী জোক বসাইবে, পরে এই ঔষধ দিবে। ঔষধ । কালামিল . . . . . . . . . . ২।০ রতি কলোসিন্ট . . . . . . . . . . ২॥৭ ঐ