পাতা:চিকিৎসাসার.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ও ২ তৃতীয়। ওলাউঠ হইবার সময় অধিক পরিশ্রম করিবে না, রৌদ্রেতে বেড়াইবে না, এবং কোন প্রকারে শরীরকে দুৰ্ব্বল করিবে না। চতুর্থ। উত্তম দ্রব্যাদি খাইবে, সময়ানুসারে শরীরে যাতা বরদাস্ত হুইবে তাহাই খাইবে, আর অন্ন কিম্বা কাচা ফল অথবা আমানি পান্ত ভাত রেীদ্রের সময়ে খাওয়া উচিত নহে । পঞ্চম। রীতি অনুসারে স্নান এবং ভোজনাদি করিবে, এবং পরিবণর লোকদিগকে করণইবে । ষষ্ঠ । অন্তঃকরণের মধ্যে ভয় করিবে না. কিন্তু পরমেশ্বরেতে সৰ্ব্বদা ভরসা রাখিবে । উক্ত ব্যামোভের সময়ে যদি স্যাৎ পেটের কোন বিকার হয়, ও বমি কিম্বা পাতলা দাস্ত হয়, তবে সেই সময়ে গরম ভাতের কিঞ্চিৎ ফেন কিয়া পুদিন পাতা বাটিয়া জলের ন্যায় করিয়া খাওয়াইলে উক্ত কুলক্ষণ বন্দ হইতে পারে। আর কপূর কিম্বা তাহার আরক কিঞ্চিৎ ২ ঘণ্টায় ২ পান করাইলে কখনই তাহাতেও ভাল হইতে পারে । ঔ বধ । বাণ্ডিসরাপ . . . . . . . . ২ ছটাক পিপরমেণ্ট . . . . . . . . . . ১ তোলা .আফিম . . . . . . ২ মাষা এই সকল দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া এক