পাতা:চিকিৎসাসার.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> e ケ এই তিন দ্রব্যকে একত্র চুর্ণ করিয়া কিঞ্চিৎ মাথ গুড় তাহাতে মিশাইয়া খাওয়াইবে, তাহার ছয় ঘণ্টা পরে ভেরেণ্ডার তৈল অৰ্দ্ধ ছটাক খাওয়াইবে, ইহাতে কোষ্ঠ পরিষ্কার হইবে। পরদিবস ঐ তৈল এক কাচ্ছা খাওয়াইবে, তাহার পর এক দিবসান্তর এক দিবস ঐ চুর্ণ, আর এক দিবস তৈল, আরাম হওন পর্য্যন্ত ঐ প্রকার প্রত্যহ খাওয়াইবে। অন্য উপায় । একৃষ্ট্রাকৃট জেনসন . . . . . . . . ৪ রতি এপকেক e to e . . 8 જે -- 8 જે কুপিল e a e e e o 'o e os এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া ছয়ট বটিকা তৈয়ার করিয়া, প্রথম দিবস সন্ধ্যার সময় তিনটী, দ্বিতীয় দিবস প্রাতঃকালে কম্পাউণ্ড জালাপ এক মাষা, ও সেই দিবস রাত্রিতে ঐ বটিক একটী ; তৃতীয় দিবস সন্ধ্যার সময় দুইট, পরে চতুর্থ দিবস প্রাতঃকালে ঐ জালাপ, এই প্রকার রীতিতে উক্ত ব্যাধি আরাম হওন পর্য্যন্ত প্রত্যহ খাওয়াইবে। नृङन উপায়। এক নুতন উপায় প্রকাশ হইল,যে পেট পরিষ্কার করিবার নিমিত্তে উপর লিখিত কোন প্রকার ঔষধ এক বার খাওয়াইবে; পরে ইণ্ডিয়া রবারের একটা নলি, আন্দাজ দেড় হাত লম্বা, সে নলি গুহ্যদ্বারে দিয়া