পাতা:চিকিৎসাসার.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 8 Se ঘা হয়, এবং জলের ন্যায় পুঁজ পড়ে, তাহাতেই নালি হয় । উপায় । ভূতিয়া, কিয় লুনার কষ্টিক, অথবা রসকপুরের জল দিয়া ঐ ঘায়ের ছিদ্রের অস্তু পর্য্যন্ত পিচকারির দ্বারা প্রত্যহ ধৌত করাইবে, পরে কাপড়ের পটার দ্বারায় অলপ শক্ত করিয়া বান্ধিবে, ইহাতে আরাম হইবে ; কিন্তু ঐ তিন দ্রব্যের মধ্যে রসকপূরের জল সৰ্ব্বাপেক্ষা গুণকারি । অন্তঃকরণ বাড়িবার বিবরণ । চিহ্ন । শরীরের রক্ত দ্রুতগামী হইয়া তেজ পূর্বক চলে ; অন্তঃকরণ থরথর করে ; বক্ষঃস্থ পাজরের নীচে তাহা দৃশ্ব হয়, ও হস্তকে বক্ষঃস্থলে রাখিলে অধিক থরখর বোধ হয় ; এবং চলিবার অথবা কৰ্ম্ম করিবার সময়ে অত্যন্ত ধুক ২ করে, আর নিঃশ্বাস শীঘ্ৰ চলে ; মস্তক ঘোরে, কিন্তু শয়ন কালীন কিঞ্চিৎ আরাম বোধ হয়। উপায় । অতিশয় চলিবে না, ও অতিশয় কৰ্ম্ম করিবে না, অর্থাৎ মেহনত করিবে না ; আরামে শয়ন