পাতা:চিকিৎসাসার.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ● ● ও তাহাতে মস্তক ব্যথা করে, তবে দুই দিগের রগেতে শীক্ষা, কিম্বা এক দিগেতে তিনটীর হিসাবে, দুই দিগে ছয়ট জোক, বসাইয়া রক্ত বাহির করাইয়া তাহাকে ঘরের মধ্যে, অর্থাৎ যে স্থানে সুৰ্য্যের তেজ না পড়ে, এমত স্থানে রাখিবে। ঔষধ । তুতিয়া . . . . . . . . . . - ৪ রতি কপুর • • • • • • * & ৪ মাষা এই দুই দ্রব্য একত্রে মিশ্ৰিত করিয়া এক পোয়। গরম জলেতে মিশাইয়া প্রত্যহ তিন চারি বার আরাম হওন পৰ্য্যন্ত সেই জলেতে চক্ষু ধৌত করাইবে। অন্য প্রকার উপায় । ফিটকিরি . . . . . . . . . . ৬ রতি এই দুই দ্রব্য একত্রে চুর্ণ করিয়া অৰ্দ্ধ ছটাক জলে মিশাইয়া সেই জলকে এক বারেতে দুই কিম্বা তিন ফোটার হিসাবে, এই প্রকারে প্রত্যহ তিন কিম্বা চারি বার চক্ষুতে লাগাইবে । অলপ বেদন হইলে ঐ দুই প্রকার উপায়েতে আরাম হইতে পরিবে। বিলাতি উপায় । লুনার কষ্টিক . . . . ৪ রতিকে অৰ্দ্ধ ছটাক জলেতে মিশ্ৰিত করিয়া প্রত্যহ পালকের দ্বারায় চক্ষুতে তিন বার লাগাইবে ।