అశ్చి যায়, এবং বর্ণ না বদল হয়, তবে নীচের লিখিত ঔষধ দিবে। ঔষধ । পারার চুর্ণ • • • • • • • • ১৷৷৭ রতি ইহাতে কিঞ্চিৎ মাথগুড় মিশ্ৰিত করিয়া খাওয়াইবে । ইহা খাওয়াইলে যদিস্যাৎ পেট ফাপিয়া উঠে, তবে মোরি চারি রতিকে অৰ্দ্ধ ছটাক দুগ্ধের সঙ্গে বাটিয়া খাওয়াইবে, আর প্রত্যহ উষ্ণ জলেতে স্নান করাইবে । — বালকদিগের বয়সানুসারে ঔষধ দেওনের বিবরণ । বালকদিগের নিমিত্তে অধঃস্থ রোগাদির জন্য যে সকল ঔষধাদি লেখা যাইতেছে, তাহা পশ্চাৎ লিখিত ওজন মতে প্রস্তুত করিয়া কেবল এক বৎসরের শিশুকে খাওয়াইবে ; আর বালকের বয়ঃক্রম যদিস্যাৎ নৃত্যুনাধিক হইয়া থাকে, তবে ঔষধকেও অধঃস্থ ওজনহইতে নু্যনাধিক করিয়া খাওয়াইবে। যদিস্যাৎ পঞ্চম কিম্বা অষ্টম মাসের বালকের কোন ব্যামোহ হয়, তবে অধঃস্থ ওজনহইতে কিঞ্চিৎ স্থান করিয়া বিবেচনা পূর্বক খাওয়াইবে। বালকের বয়ঃক্রম যদিস্যাৎ দুই বৎসর হইয়া থাকে, তবে অধঃস্থ ওজনাদির দুই গুণ ওজনে খাওয়াইবে। যদি
পাতা:চিকিৎসাসার.djvu/১৮১
অবয়ব