পাতা:চিকিৎসাসার.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ প্রস্তুত করিবে, পরে দিবসের মধ্যে তিন চারি বণরেতে তাহ সমুদয় খাওয়াইবে। আমাশয়ের বিবরণ। চিহ্ন। মলের সঙ্গে লালের ন্যায় আমাশয় পড়ে, এবং পেট কুনকুন করে। ঔষধ । - - পারার চুর্ণ • • • • • • • • • • ২ রতি রেউচিনি . . . . . . . . . ২ ঐ এই দুই দ্রব্য একত্র মিশ্রিত ও চূর্ণ করিয়া এক পানে খাওয়াইবে, তাহার দুই ঘণ্টা পরে ভেরেওর তৈল অৰ্দ্ধ তোলা খাওয়াইবে । ইহাতে কোষ্ঠ পরিষ্কার হইবে । তাহার পরদিবসে, রেউচিনি . . . . . . . . . . ২ রতি আফিম . . . . . . . . . . ৷০ ধান এই দুই দ্রব্যকে একত্র মিশ্রিত ও চূর্ণ করিয়া কিঞ্চিৎ মাথগুড় তাহাতে মিশাইয়া খাওয়াইবে। ঐ ওজনাদি অনুসারে প্রথম দিবস ভেরেণ্ডার তৈলের জোলাপ, পরদিবস ঐ ঔষধ, এই প্রকারে আরাম হওন পর্য্যন্ত প্রত্যহ খাওয়াইবে । অন্য উপায় । একস্ট্রেকট জেনসন . . . . . . ২ রতি