পাতা:চিকিৎসাসার.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وميه আছে, কেবল সুমেরু হাড়ের মধ্যদিয়া তাহার এক । দ্বার অাছে। - দন্ত ৩২ | বাল্যকালে কুড়িটি হয়, পরে সাত কিম্বা আট বৎসরের সময়ে ঐ দস্ত ভগ্ন হইয়া পুনরায় উঠিবার সময়ে আর অষ্টটি বৃদ্ধি হয়, এবং আঠার কিম্বা উনিশ বৎসর বয়ঃক্রমের সময়ে সকল দন্তের পশ্চাৎ ভাগেতে আর 'চারিটি পুনরায় বৃদ্ধি হয়। এই প্রকারে কুড়িটি অবধি বত্ৰিশ পৰ্য্যন্ত ক্রমে ২ বৃদ্ধি পাইয়া কুড়ি বৎসর বয়ঃক্রমের সময়ে দুই পাট দন্ত সম্পূর্ণ হয়। দন্ত সকল অন্য হাড়হইতে ভিন্ন হয়, আর ঐ দন্ত যত দূর পর্যন্ত দৃশ্ব হইতেছে, তাহার চতুদিগে এক প্রকার পাথুরিদ্বারা আচ্ছাদিত হইয়াছে, তাহাদ্বারা কোন বস্তু চিবাইবার সময় ঐ দন্ত আঘাত অথবা ভঙ্গহইতে রক্ষা পায়। মগজ । মস্তকের মধ্যে মগজ ও ক্ষুদ্র মগজ আছে, যথা, চক্ষু ও কর্ণের নিকটহইতে উপরি ভাগ পৰ্য্যন্ত বড় মগজ কহা যায়, আর কর্ণের পশ্চাৎহইতে ঘাড়ের গণইট পৰ্য্যন্ত ক্ষুদ্র মগজ কহা যায়। এবং নাসিকার в 2