পাতা:চিকিৎসাসার.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& সময়ে ঐ জিহবা কবাটের ন্যায় নাসিক ছিদ্রের মুখের উপরে আচ্ছাদিত হইয়া থাকে। জিহ্বা থাকা প্রযুক্ত কথাদি স্পষ্টৰূপে মুখহইতে নির্গত হয়। টুটির মধ্যে দুইটি নলী আছে, একটি আমাশয়ের ভিতর পর্য্যন্ত, অন্যটি ফুসফুসের ভিতর পর্য্যন্ত যায়। ফুসফুস নলীর মুখের উপরে একটি কবাট আছে, তাহ থাকা প্রযুক্ত আহারাদি ফুসফুসের ভিতরে প্রবিষ্ট হইতে পারে না, কারণ ঐ কবাট ঐ নলীর মুখের উপরে আচ্ছাদিত হইয়া থাকে। মুখের ভিতরে দুই দিগের কসেতে রসোৎপাদক দুইটি দল পরুয়া আছে, যাহাহইতে উদ্ভব হইয়া লাল ও থুথু জলের ন্যার মুখের মধ্যে প্রবেশ করে । এবং আক্তারাদি চিবাইবার সময়ে ঐ পরুয়াহইতে খুখু উৎপন্ন হইয়া দ্রব্যাদির সঙ্গে মিশ্রিত হইয়া উদরের মধ্যে প্রবেশ করে। উভয় গালের মাংসগ্রন্থিহইতে উক্ত রস উৎপন্ন হইয়া ঐ পরুয়ার ভিতরে প্রবিষ্ট হয়। নাসিক র বিবরণ । নাসিকারন্ধের মধ্যে একটি পরদ আছে, যাচার দ্বারা নাসিকার বাম ও দক্ষিণ দুই ভাগ হয়, ও নাসিকণর ভিতরের চতুৰ্দ্দিগে রসোৎপাদক এক প্রকার в 3