পাতা:চিকিৎসাসার.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৫ ঘাম নির্গত হওনের ঔষধ । সোরা ও ইপকেক । সোরা • • • • • • • • • • ৩০ রতি ইপকেক . . . . . . . . . . ॥০ ঐ কালামিল . . . . • • • • ৩ ঐ এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া ৬ ভাগ করিয়া প্রত্যহ দুই ২ ঘণ্টান্তরে এক ২ ভাগ খাওয়াইবে। উপকার । নিত্য জ্বরেতে কিম্বা ঘাম বন্ধ হইলে এই ঔষধ যথেষ্ট উপকারী হয়। আফিম ও সোরা । আফিম . . . . . . . . . . ১৷০ রতি সোরা • • • • • • • • • • ১৫ ঐ ইপকেক . . . . . . . . . . ১ ঐ এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া তাঙ্গকে ৬ ভাগ করিয়া প্রত্যহ তিন কিম্বা চারি ২ ঘণ্টান্তরে এক ২ ভাগ খাওয়াইবে। উপকার । নানা প্রকার জ্বরেতে যে সময়ে শরীর অত্যন্ত অস্থির হয়, এবং নিদ্রা না আইসে, সেই সময়ে এই ঔষধ ব্যবহার করিলে উপকার হয়।