পাতা:চিকিৎসাসার.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩e৭ নাইটিক আসিড ও জল। নাইটিক আসিড .. ' .. .. ৩০ রতি জল • • • • • • • • • • • • • ১ সের মিছরি • • • • • • • • • • ২ তোলা এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া দুই তোলা ওজনে তিন ২ ঘণ্টান্তরে খাওয়াইবে । উপকার । গরমি রোগে এই ঔষধ ব্যবহার করিলে শরীরে বল হয়, এবং নানা প্রকার দুর্বল রোগেতে অন্য ২ বলদায়ক ঔষধের সঙ্গে ইহা মিশ্ৰিত করিয়া খাওয়ান যায় । জেনসন ও জল । জেনসন চূর্ণ • • • • • • • • ১ তোলা . হার্চহণ • • • • • • • • • • ১৫ রতি গরম জল • • • • • • ৷০ সের এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া শীতল হইলে তাহার জল ছাকিয়া লইয়া দুই ২ তোলা করিয়া দিবসের মধ্যে তিন বার খাওয়াইবে। উপকার। শরীর দুৰ্ব্বল হইলে ও মন্দাগ্নি হইলে এই ঔষধ খাওয়াইতে হয়। - -