পাতা:চিকিৎসাসার.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ১ ই, এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া এক ঘণ্টা পর্য্যন্ত খল করিবে, পরে বারোটী বটিকা তৈয়ার করিয়া প্রত্যহ রাত্ৰেতে একটী ২ করিয়া কতক দিবস পৰ্য্যন্ত খাওয়াইবে ; তাহাতে যদিস্যাৎ মস্তক বেদনা ‘না করে, ও শিরাদি না খেচে, তবে প্রত্যহ দুই সন্ধ্যায় ছুইটী খাওয়াইবে। ষ্ট্রাকনাইন টীক্ষচর। ষ্ট্ৰীকৃনাইন . . . . . . . . ১৷e রতি এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া ছয় কিম্বা অষ্ট ফোটা করিয়া দিবসের মধ্যে তিন কিম্বা চারি বার খাওয়াইবে। উপকার। পূৰ্ব্ব প্রকার ; আর স্ট্রীকৃনাইন খাওয়াইবার সময়ে কিঞ্চিৎ অম্বল খাওয়াইলে তাহার , অধিক গুণ দশে, এই জন্যে অলপ দিবস পর্য্যন্ত এই ঔষধ খাওয়াইলে যদিস্যাৎ তাহার গুণ দৃশ্ব না হয় ,তবে লেবু কিম্বা তেঁতুলের রস খাওয়াইলে তাহার গুণ অধিক দৃশ্ব হইবে। ব্লাক ড্রপ । এক বারেতে এই ঔষধ ছয় কিম্বা অষ্ট ফোট হিসাবে খাওয়াইবে ।