পাতা:চিকিৎসাসার.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ কিম্বা পেটের অসুখ করে, তবে তাহাতে কখন ২ জ্বরের উৎপত্তি হইতে পারে, বিশেষতঃ শিশুদিগের এই প্রকার জ্বর অধিক হয়। নানাপ্রকার জুর। প্রথমে, নিত্য জ্বর । চিহ্ল। নাড়ী এবং নিশ্বাস শীঘ্ৰ চলে, মস্তক ব্যথা করে, চৰ্ম্ম শুষ্ক হয় এবং গরম হয়, বাহ্যে কখন হয় কখন হয় না, প্রস্রাব লালবর্ণ হয়, জিহবা মলিন হয়, শরীরে সর্বদা জ্বর থাকে ; কখন কিঞ্চিৎ কম হয়, কখন বা বেশি হয় । ত;হার উপায় । অলপ আহার দিবে, ঐ ব্যামোহ হওয়াতে মল মুত্র ত্যাগ অলপ হয়, কিম্বা একেবারে বদ্ধ হয়, এই জন্যে পেট পরিষ্কার করা আবশ্যক, পেট পরিষ্কার করি বার নিমিত্তে নিমু লিখিত ঔষধ খাওয়াইবে । ঔষধ । সোণামুখির পাতা 哆 ● • • • • ১৮ মাষা । রেউচিনি е е е е е в е > વેિ ছোট এলাইচ в е в ев е е е в > જે