বিষয়বস্তুতে চলুন
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল রাজেন্দ্রলাল আচার্য রচিত বেলুনে পাঁচ সপ্তাহ (১৯২৫)।

সাম্প্রতিক সহযোগিতা: কমলাকান্তের পত্র, সীতারাম, ছিন্নপত্র, উনিশে মে: ভাষার সংকট, বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী, গ্রাম্য উপাখ্যান, বাজী রাও, রাজমোহনের স্ত্রী, ভারতে অলিকসন্দর, মেঘনাদবধ কাব্য

পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ঝােড়ো রাত
৩৭

ঘণ্টা গােরুর গলে
বাজিছে ঠন্ ঠন্।
নীচে গাড়ির তলে
ঝুলিছে লণ্ঠন।
যাবে অনেক দূরে
বেণীমাধব-পুরে—
ডাইনে চাষের মাঠ,
বাঁয়ে বাঁশের বন।

পশ্চিমে মেঘ ডাকে,
ঝাউয়ের মাথা দোলে।
কোথায় ঝাঁকে ঝাঁকে
বক উড়ে যায় চ’লে।
বিদ্যুৎকম্পনে
দেখছি ক্ষণে ক্ষণে
মন্দিরের ওই চূড়া
অন্ধকারের কোলে।

গৃহস্থ কে ঘরে,
খােলো দুয়ারখানা।
পান্থ পথের ’পরে,
পথ নাহি তার জানা।