পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭০
চিত্রবিচিত্র

'চেয়ে দেখাে', ছুটে দেখি
চৌকিখানা ছেড়ে—
কোলকাতাটা চ'লে বেড়ায়
ইটের শরীর নেড়ে।
উঁচু ছাদে নিচু ছাদে।
পাঁচিল-দেওয়া ছাদে
আকাশ যেন সওয়ার হ’য়ে
চড়েছে তার কাঁধে।
রাস্তা গলি যাচ্ছে চলি
অজগরের দল,
ট্র্যাম-গাড়ি তার পিঠে চেপে
করছে টলােমল।
দোকান বাজার ওঠে নামে
যেন ঝড়ের তরী,
চউরঙ্গীর মাঠখানা ওই।
যাচ্ছে সরি সরি।
মনুমেণ্টে লেগেছে দোল,
উলটিয়ে বা ফেলে—
খ্যাপা হাতির শুঁড়ের মতাে
ডাইনে বাঁয়ে হেলে।