পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৮
চিত্রা।

অবাক অধরে হাস
ভুলাও সকল তত্ত্ব!
তুমি শুধু চাহ ফিরে,—
ডুবে যাক ধীরে ধীরে
সুধাসাগরের নীরে
যত মিছা যত সত্য!
আনগো যৌবনগীতি,
দুরে চলে যাক্ নীতি,
আন পরাণের প্রীতি,
থাকু প্রবীণের ভাষ্য!
এসহে আপনাহারা,
প্রভাত সন্ধ্যার তারা,
বিষাদের আঁখিধারা
প্রমোদের মধুহাস্য!
আন বাসনার ব্যথা,
অকারণ চঞ্চলতা,
আন কানে-কানে কথা,
চোখে চোখে লাজ-দৃষ্টি!
অসম্ভব, আশাতীত,
অনাবশ্য, অনাদৃত,