বিষয়বস্তুতে চলুন

পাতা:চৈতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গান

তুমি পড়িতেছ হেসে
 তরঙ্গের মতো এসে
  হৃদয়ে আমার।
যৌবনসমুদ্র-মাঝে
 কোন্‌ পূর্ণিমায় আজি
  এসেছে জোয়ার!
উচ্ছল পাগল নীরে
তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে
  কী খেলা তোমার!
মোর সর্ব বক্ষ জুড়ে
কত নৃত্যে কত সুরে
এসো কাছে যাও দূরে
  শতলক্ষ বার।
তুমি পড়িতেছ হেসে
 তরঙ্গের মতো এসে
  হৃদয়ে আমার।

৭২