বিষয়বস্তুতে চলুন

পাতা:জয়তু নেতাজী.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫৮
জয়তু নেতাজী

গঠিত হইয়াছিল―কয়েক হাজার সুশিক্ষিত ভূতপূর্ব্ব বৃটিশ ভৃত্য, অ-বাঙালী সৈন্য ও সেনানায়ক লইয়া; মাত্র কয়েক জন বিদ্বান-বাঙালী ও ডাক্তার-বাঙালীকে ভলাণ্টিয়ার বা সদ্য-সংগৃহীত সৈন্যরূপে পাওয়া গিয়াছিল। বাঙালীর এই সৃজনী-শক্তি ও সংগঠনী প্রতিভা, এৰং বাঙালীর দুর্জ্জয় চিৎ-শক্তির এইরূপ চাক্ষুষ প্রমাণে, ব্রিটিশ সাম্রাজ্যের রাজনীতি-ধুরন্ধরগণের বুঝিতে বাকি রহিল না যে, তাহাদের ভারতীয় সেনার অ-বাঙালী যোদ্ধা ও সেনানায়কদের বাহ্যিক প্রভুভক্তির উপৱে নির্ভর করা আর চলিবে না। তাহারা স্পষ্টই দেখিতে পাইল, তাহাদের বড় সাধের সেই ভারতীয় সেন একরূপ ফৌত হইয়া গিয়াছে; এবং অমন যে বিশ্বন্ত মুসলিমগণ তাহারাও আর ব্রিটিশ-রাজের আনুগত্য করিবে না। তখন সেই মহাধুর্ত্ত সাম্রাজ্যনীতিবিদ্ ব্রিটিশ কর্ত্তৃপক্ষ ৱাতারাতি তাহাদের পন্থা পরিবর্ত্তন করিল, এবং সুভাষ বসুর আজাদ-হিন্দ-ফৌজের বিরুদ্ধে মামলা তুলিয়া লইয়া, ভারতবাসীকে ডোমিনিয়নতুল্য স্বাধীনতা-দানের প্রস্তাৰ করিল।.. ...

 “ঐ দুইটী ডোমিনিয়নের প্রতিষ্ঠা ব্রিটিশের সাম্রাজ্য-নীতির পক্ষে বড়ই প্রয়োজনীয় হইয়াছিল; উহার ফলে, তৃতীয় মহাযুদ্ধ উপস্থিত হইলে, দক্ষিণ এশিয়ার শত্রুভাব-বর্জ্জিত এত বড় একটা ভূভাগের সুযোগে ব্রিটিশ-সাম্রাজ্য নির্ব্বিঘ্নে তাহার কাজ চালাইতে পারিবে।[] এই স্বাধীনতা-দান―বৃটিশের আত্মরক্ষার কুট-কৌশল-নীতি, তাহার যন্ত্রবিদ্যামূলক শিল্পী-নীতি, এবং স্থল-জল-আকাশ-পথে সাম্রাজ্যরক্ষণনীতি―এই সকলের সহিত সামঞ্জস্য করিয়াই পরিকল্পিত হইয়াছে। এই যে ভারতবাসীকে ডোমিনিয়ন-তুল্য স্বাধীনতা-দান―ইহা ব্রিটিশের


  1. ইহা যে কত সস্তা তাহা এক্ষণে প্রায় চাক্ষুষ হইয়া উঠিয়াছে।