পাতা:জিজ্ঞাসা.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জিজ্ঞাসা سراسرالا বলা বাহুল্য, এইরূপ উত্তর দেওয়া যায় বটে, কিন্তু মনের ভিতর গোল থাকিয়া যায়। কথাট। যদি নিতান্তই অমূলক হইবে, তবে ওয়ালাশ সাহেব মানেন কেন ? আর কেহ নহে,—যে সে নহে— ওয়ালাশ কেন মানেন ? বড় কঠিন সমস্ত । হিউম নাকি বলিয়া গিয়াছেন অতিপ্রাকৃত,— যাহার ইংরাজি নাম মিরাক্ল,—তাহ ঘটতে পারে না । টিওলি নাকি বলিয়াছেন, জগতে মিরাকলের স্থান নাচ । এখন কোন পথে যাই ? থিয়সন্ধি বন্ধুগণকে খুগ্ৰী করিতে পারিব না জানি, তথাপি একবার বিচারসমুদ্রে অবগাহন করা যাক । ইংরাজি মিরাকল শব্দের অর্গ কি ঠিক্‌ জানি না ; অতিপ্রাকৃত শব্দের অর্থ জান । প্রাকৃত অর্গে যাহা প্রকৃতির অঙ্গ, যাহা প্রকৃতিতে ঘটে ; অতিপ্রাকৃত অর্থে, প্রকৃতিকে যাহা অতিক্রম করে, যাহা প্রকৃতির বাহির । o যাহা কিছু ঘটে, তাহাই প্রকৃতির অঙ্গীভূত—তা সে যতঃ অদ্ভুত হউক না কেন । অস্তুত ওঠলেও তাছা যখন ঘটিতেছে, তখন তাহা ও8কৃত, তাহা অতিপ্রাক্কত নহে । বাইবেলে গল্প আছে, জোশুয়ার আদেশে স্থৰ্য্য আকাশে স্থির হক্টয়াছিল। যীশু খ্ৰীষ্ট মৃত্যুর পর অনেককে দেখা দিয়াছিলেন। ঐ ঐ গল্প হয় সভ্যতা, নয় মিথ্যা । হর উহা ঘটিয়াছিল, নয় ঘটে নাই। যদি ঘটিয়া থাকে —তবে উহ! প্রাকৃত –অতি পাকুত म¢श्-श्रडाडूठ হইলেও অক্তিপ্রাকৃত নহে। যদি না ঘটিয়া থাকে ত কথাই নাই । যাহ ঘটে, তাহাই যখন প্রাকৃত, তখন অতিপ্রাকৃত ঘটনা অর্থশূন্ত প্ৰলাপবাক্য। উষ্ঠ বন্ধ্যা পুত্রের ন্যায় নিরর্থক শব্দ । কাজেই অতিপ্রাকৃতে বিশ্বাস করায় প্রয়োজন নাই । - এইরূপে ভাষাগত বা ব্যাকরণগত তর্ক তুলিয়। প্রতিপক্ষকে নিরস্ত