পাতা:জীবনসঞ্চার.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থকারের বক্তব্য। সন্তানোৎপাদিক। বৃত্তি সম্বন্ধে লিখিত পুস্তক আমাদের দেশে অতি বিরল ; "যৌবনমুম্বদ” ও "জীবনরক্ষক” ভিন্ন অার একখানিও এপ্রকার পুস্তক নাই। সুতরাং আমাদের ভয় হয় পাছে সাধারণে আমাদের জীবনসঞ্চারকে ঘৃণা করেন, পাছে কেহ পুস্তকখানিকে কুরুচির অাদর্শস্থল বলেন । দেশে অনেকেরই বিশ্বাস যে সন্তানোৎপাদিক বৃত্তি সম্বন্ধে যাহ। কিছু জানিবার আছে তাহা তিমিরে আরত রাখিতে হয়, যেন তাহ। প্রকাশ করিলে সৰ্ব্বনাশ উপস্থিত হইবে । তাহার। বিবেচনা করেন যে উক্ত বৃত্তিকে অন্যায়পথে চালিত করিলে যে সকল পাপের উদ্ভব হয়, তাহা জগতে নাই এই প্রকার ভাব দেখাইলে, সে গুলি জগন্ত হুইসে অন্তৰ্হিত হইবে । যেখানে গোপন, সেখানেই ; ; জিজ্ঞাসা করি সন্তানোৎপাদন কি পপ-ক ? তাহ ন হইলে এ সম্বন্ধে এত লুকাচুরি কেন ? যাহা কি রহস্যময় আগষ্ট জানিতে মানবমনে স্বভাবতঃ এক প্রকার .ে তুহুল জন্মে। বালক