পাতা:জীবনসঞ্চার.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԵ- জীবন সঞ্চার । রতিশক্তি বহুকাল পর্য্যন্ত সতেজ রাখিবার চেষ্টা করা উচিত। কেননা উহার সহিত মানবস্বাস্থ্য অচ্ছেদ্য বন্ধনে বদ্ধ । যে সকল নিয়ম অনুসরণ করিয়া কাৰ্য্য করিলে উৎপাদিকা শক্তি অপেক্ষাকৃত অধিক কাল স্থায়ী হয় সে সকল নিয়ম পালন করা সকলেরই উচিত । উৎপাদিকা শক্তি ২৫ বৎসর বয়ঃক্রমের সময়ে সম্পূর্ণরূপে সঞ্চারিত হয় ও ৪৫ বৎসর বয়স পর্যন্ত সতেজ থাকে। এই ২০ বৎসর কাল মনুষ্যের শারীরিক ও মানসিক ক্ষমতা নিচয় সতেজ থাকে । এই সময়ের মধ্যে তাহার যে সকল সন্তান উৎপন্ন হয় তাহারা সতেজ হুইয়া থাকে। ২৫ বৎসর বয়সের পূৰ্ব্বে শুক্র পরিপক্কতা প্রাপ্ত হয় না, ৪৫ বৎসরের পর কামৰ্বতি প্রবল থাকে না । নিয়মমত যত্ন করিলে যে ৪৫ বৎসরের পরও উল্লিখিত শক্তি সতেজ থাকিতে পারে তাহার দুই একটা দৃষ্টান্ত আছে। এক ব্যক্তি ৯৯ বৎসর বয়ঃক্রমের পর বিবাহ করিয়া ১০১ বৎসর সময় একটী সন্তানোৎপন্ন করিতে সক্ষম হন । আর