পাতা:জীবনসঞ্চার.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ जौबमग५stज्ञ ! হয়। বৃদ্ধ কালেও কামৰ্বত্তির উত্তেজনা হইবার দুইট কারণ থাকিতে পারে ; ১ম –মুত্রাশয়ে বা লিঙ্গপাশ্বে কোন রূপ "চুলকানির” উদ্ভব । ২য় –যৌবনের লাম্পট্য স্বভাবের পূর্বস্মৃতি। রতিশক্তির হ্রাসের সহিত মানবজীবনে ঘোরতর পরিবর্তন হইতে আরম্ভ হয় । এই সময়ে মানব বহুরোগে আক্রান্ত হইতে পারে ; সুতরাং যাহাতে বহুদিন পর্য্যন্ত এই শক্তিকে সবল রাথিতে পারা যায় তদ্বিষয়ে যত্নবান হওয়া উচিত । আমরা নিম্নে কতকগুলি নিয়ম নিবিষ্ট করিয়া দিতেছি। যাহার রুদ্ধকাল পর্য্যন্ত সবল থাকিবার ইচ্ছা আছে তাছাকে যুবকাল হইতে তদ্বিষয়ে যত্নবান হইতে হইবে । যুবাকাল লাম্পট্যে কাটাইয়। বৃদ্ধকালে সবল থাকিবার ইচ্ছা দুরাশামাত্র । যৌবনের পাপের প্রায়শ্চিত্ত রদ্ধকালে হয় । এদিকে যুবাকাল যত শীঘ্ৰ উপস্থিত হইবে ওদিকে উৎপাদিকাশক্তিও তত শীঘ্র হ্রাস পাইবে । যৌবনে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করিলে বাৰ্দ্ধক্যে তাহার ফল পাইতে হইবে । অবিবাহিতই স্কৃউন