পাতা:জীবনসঞ্চার.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○の জীবনসঞ্চর । তথায় সত্তর বৎসর বয়স্ক বিবাহিত লোকের ংখ্যা ঐ বয়সের অবিবাহিত লোক সংখ্যার দ্বিগুণ। ইয়ার কারণ কি ? বিবাহিত ব্যক্তি প্রায়ই ই রিভোগের আধিক্য হইতে বিরত থাকেন। তাছার খাদণদিও বিশেষ যত্ন সহকারে প্রস্তুত হইয়া থাকে । তিনি পীড়ণগ্রস্তু হইলে তাহার জীবন-সঙ্গিনী প্রাণপণে র্তাহার শুশ্রুষা করেন । সুস্থ অপস্থায় পাছে র্তাহার কোন প্রকার পীড়া জন্মে সেই আশঙ্কায় তাহার স্ত্রী কত যত্ন করেন । সতত কার্ষ্যে মননিবিষ্ট থাকায় তাহাকে চিন্তাবিষে জৰ্জ্জরীভূত হইতে হয় না । সন্তান সন্ততির আনন্দপূর্ণ মুখ দেখিয় তাহার হৃদয় উচ্ছসিত হুইয়৷ উঠে । সুত্র কন্যাগণের ক্রীড়া কৌতুক সন্দর্শনে তিনি যেন তাহার বাল্যকাল আবার ফিরিয়া গল । অবিবাহিত ব্যক্তির জীবনের কাহিনী ইহার বিপরীত। হস্তমৈথুন করিয়া সে তাহার স্বাস্থ্যভঙ্গ করিয়া ফেলে । কামরুত্তিকে দমন না করিয়া সে ঘৃণাৰ্ছব্যভিচার স্রোতে গা ঢালিয়া দেয়। অধিগংশই উন্মাদগ্রস্ত হয় কাহারা ? অবিবাহিত