পাতা:জীবনসঞ্চার.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘p. জীবন সঞ্চার । ক্ষণিক যুগের জন্ত স্ত্রীকে অসহ্য যন্ত্রণ ভোগ করিতে বাধ্য করবে। ভগাঙ্কুর অত্যন্ত কঠিন হওয়ায় সহবাসের বিড়ম্বন জন্মিতে পারে। কখন কখন ভগদ্বার বর্তমান না থাকায় সহবাস কার্য্য সিদ্ধ হইতে পারে না। এরূপ স্থলে স্ত্রীলোকের বিবাহু না দেওয়াই কৰ্ত্তব্য । কিন্তু অধিকাংশস্থলে পুরুষই সহবাস-কাৰ্য্য সম্পন্ন করিতে সক্ষম হয় না । রতিকাৰ্য্য করিতে অক্ষম হইলে মানবের মনে যে কি ভয়ানক কষ্ট হয় তাহ বর্ণন করিতে পারা যায় না । ধন, মান, বন্ধু, আত্মীয়, এ সমস্ত হারাইলে যে কষ্ট না হয় রতিশক্তিহীন হইলে তাছা হইয়া থাকে । দুরদৃষ্টবশতঃ শাহার। নানা বিপদে জড়ীভূত হয়, তাহারা প্রাণ খুলিয়। কাদিতে পারে, দুঃখের কাহিনী অপরকে জানাইতে পারে, কিন্তু রতিশক্তিহীন দুঃখের কথা কাছাকেও বলিতে পারে না, কাহাকে বলিলেও কেহই তাহার দুঃখে দুঃখী হয়না । যে যে কারণে পুরুষ সহবাস-সুখে বঞ্চিত হয় সে গুলি আমরা নিম্নে সন্নিবেশিত করিলাম । হস্তমৈথুন বা রমণাধিক্য, খাদ্যাভাৰ, সুরাপান,