পাতা:জীবনসঞ্চার.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । १९ য়ুদ্ধি পায়। এ প্রকার কামপ্রাবল্যকে স্বাস্থ্যের পরিচায়ক বিবেচনা করিতে নাই | কাম অতিশম প্রবল হইলে, রতিক্রিয়া হইতে বিরত থাকিয়৷ একজন চিকিৎসকের সাহায্য গ্রহণ করা অতিশয় উচিত । আমরা উপরে রতিশক্তি হীনতার কথা লিপিলাম ; যে যে কারণে ইহা ঘটিতে পারে তাছ। হইতে বিরত থাক। সকলের উচিত । আমরা নিম্নে এ সম্বন্ধে চিকিৎসার নিয়ম সন্নিবেশিত করিলাম । বিবাহ করিলে অপকাল স্থায়ী স্বজভঙ্গ বিদূরিত হইবার সম্ভাবনা, কিন্তু ঔষধ দ্বারা আরোগ্য না হইয়া বিবাহ করা অবিধেয় । সন্তানোৎপাদনই যখন বিবাহের মুখ্য উদ্দেশ্য তখন সন্তানোৎপন্ন না হইবার বিন্দুমাত্র ও আশঙ্কা থাকিলে বিবাহ করিতে নাই । অল্পকাল স্থায়ী স্বজভঙ্গ তড়িৎ ব্যবহারে আরোগ্য হয় । একজন বিচক্ষণ ডাক্তণ:রর নিকট হইতে তাড়িৎ ব্যবহারের নিয়ম জানিয়া লইয়। তাড়িৎ ব্যবহার করা কৰ্ত্তব্য। একটা তাড়িতা