পাতা:জীবনসঞ্চার.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

घौरमणंafब्र । A* করিবার মানসে, কিম্বা ব্যভিচার হইতে বিরত থাকিবার ইচ্ছায় স্ত্রীর সহিত রতিক্রিয়া করা কৰ্ত্তব্য। অস্বাভাবিক উপায়ে কামরুত্তি উত্তেজিত করা উচিত নহে । স্বামী যদি রতিক্রিয়ার অব্যবহিৰ্ত্তীর্ণরে কিম্ব। তাহার পরদিবস দুৰ্ব্বলতা অনুভব করেন তাহ। হইলে কিছুদিনের জন্য রতিক্রিয়া বন্ধ রাখাই কৰ্ত্তব্য। শরীর সুস্থ থাকিলে সপ্তাহে এক কিম্বা দুইবারের অধিক রমণ করা কোনমতেই যুক্তিসিদ্ধ নহে ॥রদ্ধাবস্থায় এই কাৰ্য্য হইতে একেবারে বিরত থাকা উচিত । আমাদের দেশে ঋতুর চারিদিন রতিক্রিয়। করিবার পদ্ধতি নাই। ইংরাজিশিক্ষাপ্রাপ্ত যুবক যেন এই পদ্ধতিকে অর্থহীন বিবেচনায় উক্তকালে রতিকাৰ্য্য না করেন। সে সময়ে স্ত্রীসহবাস করিলে পুরুষের অনেক পীড়া হইতে পারে, প্রমেছ তাহার মধ্যে একট। গর্ভাবস্থায় রতিক্রিয়া অনেক চিকিৎসকই একেবারে নিসিদ্ধ বিবেচনা করিয়া থাকেন। স্ত্রী যদি এসময়ে অতিশয় কামোন্মত্ত হয় তাহা হইলে