পাতা:জীবন তারা.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা । অর্থ জীবনের পুনঃরাজ্য প্রাপ্ত। এবং কৈলাস যাত্রা। রাগিণীবেহাগ । তাল ঠেকা । আসিয়ে হৃদয়ারণ্যে ত্রাণ কুর মুক্তকেশি। মুহাকাল মহাকালি তুমি দিব মধু নিশি। কবাল বদন ঘোরা, বামে মল মুগুধরা, অভয় বরদ কবা, সদত শ্মশানবাসি। দিগ স্বরি মহাবালা,গল্পে দোলে মুণ্ডমালা; ভালে শোভে শশীকলা, বদন পাৰ্ব্বণ শশী ॥ লোল জিহ্বানিতস্থিনি,ক্লন্তর্কাঞ্চিকর শ্রেণী, তাহে বাজেকিঙ্কিণী,লইয়ে যোগিনী দাসী ॥ ধ্রু॥ পয়ার II প্রেমাতিভুপতি বধের বিবরণ। জনকে বিজয় রায় করেন তখন। আনন্দ তরঙ্গ মাঝে ভাগে। মনে, দুখ গেল দূরে তারামণহাদে কথায়ং গোহাইলভিাবী। জীবন বলেনশুনং প্ৰাণেশ্বরী।চল আজি চন্দ্রপুরে যাই মোরা সবে বিজয়ের রাজ্য দেখে বাড়ী যাব তবে ॥ প্রাণের বিজয় রাজতক্তেবসাইৰ নয়নে দেখিয়ে দোহে প্রাণ যুড়াইব। ভাল ভাল বলে রাণী তাহে দিল সায়। গজ পুষ্ঠে আরোহিয়ে চন্দ্র *র যায় ॥প্রেমাদিত্য রাজার বাটতে প্রবেশিল ।রাজা বিজ য়েবে রাজতক্তে বসাইল। অন্তঃপুরে রাজ রাণী গেলেন তখন চন দিৱসেই রাজ্যেরহিল জীবন। রাজা হয়ে বিজয় করেন সুবচার। প্রজাদের সুখের অবধি নাহি আরাধনাংকুঞ্জব,