পাতা:জীবন তারা.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&γ' জীবন তারা। আসিয়াছে গুণমহিৰে প্রেম ধনে ধনী, আজি সুখ সাগৰে ভাসিবে॥হাসিয়া কহিছে ধান, শুন ওলো চন্দ্রননি, আমার সুখের দিন বটে। তুমিকিলো দুঃখী অতি, সে তোমার ভগ্নী পতি, বসাইবে সুখ সিন্ধু তটে। এই ৰূপে করে রঙ্গ, পুলকে পুর্ণিত অঙ্গ, চন্দ্রাপড়ে হাসিয়া ধরায়। এ পুথি জীবন তার8 রসিকের অখি তারা, রচিল রসিকচন্দ্র রায়। “ অথ জীবনকে ভৎসনা । রাগিণী বাগেশ্বরী। তাল ঠেকা। কেমনেবলিব ওহে তুমি মধুকর। কখন ত শুনি নাই গুণ২ দ্বর ॥ন জান ফুলে বসিতে, নাহি জনি গুঞ্জরিতে,ফুল ফুট। য়ে মধু খেতে,অক্ষম বিস্তর ॥ ধ্রু । পয়ার। এই ৰূপেরামাগণ ঘন২হাসে। অন্তঃপুরে সন্তোষ হইয়। সদা হাসে। এখানে জীবন রায় স্নান দান করি। ভক্তি ভাবে পুজিলেন শঙ্কর শঙ্কৰী। রাণীর আজ্ঞায় আমি সহচরী স্ত্রীরে। জীবনে লইয়ে গেল তারার মন্দিরে। শাশুড়ী পিশেসে রায় প্রণাম করিয়া বসিল পালঙ্গোপরে হাসিয়া২। সর্থী দিয়া রাজরাণী কবেনজিজ্ঞাসা কোন তীর্থ হইতে এক্ষণে হৈল আসা আমার কপলে ছাইমরি মনঃ দুঃখে । চাই নাকি মাখিয়াছিলে নচাদমুখে। যুদ্ধতলে বসখি সুধাঃ বনেকি চখে সন্যাসী হয়েছিলেন কেমনে বা সখী ধবেং সুধাইয়াকয় এ কথা উত্তর করুন মহাশয় ॥রায়বলে কি কব অধিক ধিক