পাতা:জীবন তারা.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐう3 জীবন তারা । ঘরের ভিতরে চন্দ্রদেখাইলতায়, রায় বলে স্থায়২, হেন ৰূপ নাহি চরাচরে। সে ধনি হাসিয়ে বলে, ঠাট দেখে অঙ্গ জুলে, ভাল বলকিদেখে আমারাতৰ নারী ননদিনীসুন্দরী লেবিনে দিনী, তার কাছে মোরা কোনছার ॥আনি গিয়া সে চাঁদেবে, চায়ে রবোপহেরে,কুতূহলে কোলেতে বসাবে। তার প্রাণ তুষ্ট হবে,তুমিহে মানদেরবে,সারানিশি সুখে মুধা খাবে রায় বলে শুন সার,নিত্য দেখা পাব তার, তোমাদের দেখা কোথা পাব। আজি তোমাদেব লয়ো,যুগের কথ কয়্যে, এ রজনীসুখেঠেপোহাৰ ॥হাযnকহে চন্দ্র মুখী,তাহোক হই বেমুখীiযান্তেমুখশুনযুবরাজ। তারে বাইৰ বামে, যেমন শ্ৰীমতি শ্যামে, বৃন্দাবনে করেন বিরাজ ৷ মোরাকেই বৃন্দে হৰ সম্মুখে দাড়ায়েরৰ,কেহ চিত্রেকেই বা ললিতে চারি পাশে দাড়াইৰ,মালা গাঁথি গলে দিব,নিশি যাবে হাসিতেই এন্তেক বলিয়ারলে,চন্দ্রারেলইয়েসঙ্গুেচন্দ্রমুখীচলিলন্তখনত্বরায়তার রেলয়ো,পুনগেলদ্রতয়ো,জীবনের যুড়াতে জীবন তারারে কোলেতেকরি,কল বধ, বিদ্যাধরী নন্দাইয়েবকোশেদলতায়। উঠিয়ে পলায়তাবা,বধ বলে একি ধারা, ননদীরে বশ কর রায়। চতুর চাতুরী করে,বশ করিকি প্রকারে, যে দুবন্ত তো মার ননদী।বিনয় বচনে কই, তব কেন হয়ে রই, বশ কর্যে দিতে পার যদি ৷ সে নারী হাসিয়া কয়, তুমিহে রসিক নয়, এতক্ষণে বুঝিলাম দড়। রমণী করতে বশ, না জান এমন বস; অক্ষম পুৰষ তুমি বড় হাস্যরায় চলাচল, অমনি কবেন ছল