পাতা:জীবন যামিনী.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । জগতের এই রীতি তোমগরিতো নয় । কি দিয়ে প্রবোধ দিবে বাজার হৃদয় ॥ শুনিয়ে সখার বাণী কহিছে ঙ্গমার । না করিও উপহাস বচনে আমার ॥ পিতা যদি দুঃখী হন না করিলে বিয়। তবে সে করিব কিন্তু স্বচক্ষে দেখিয়া । তুমি গিয়ে বল অগ্রে পিতার নিকটে । আমি যে বলেছি যেন এ কথা নারীটে। ভাল বলি বন্ধু গণতায় সায় দিল । ভূপতির নিকটেতে হরিষে চলিল । কথায় কথায় কত কথার কৌশলে । জীবনের অভিলাষ বলে অতি ছলে । রাজা কন ভাল ভাল পুত্রের যে পণ । সেই রূপ হবে কার্য চিন্তা কি কারণ ॥ ভাট গণের ভূপতির নিকট আগমন এবং রাজগণ নিনদল । কত দেশ দেশান্তরে কন্যা অন্বেষিয়ে । আইল সে ভাটগণ প্রফুল্ল হইয়ে । একজন কহিতেছে করিয়ে বিনয় । পেয়েছি উত্তম কন)। শুন সদাশয় । নৈষেধ নগর পতি গুণ সিন্ধু রায় । • সান্তদান্ত ক্ষম বস্ত বিখ্যাত ধরায় - , জলেশীলে ধনেমানে সর্বশ্রেষ্ঠ ধীর । স্ত্রীরাম সমান রাজা প্রিয় পৃথিবীর । তাহার তময় এক বড় রূপবর্তন । ( 학 )