পাতা:জীবন যামিনী.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । ১৭ ছল মোরাবহুকাল, এই বৃক্ষে কাটি কাল; পক্ষজাতি নাম সশরীশুক । শুনিয়ে ঘুচিল ভর, কহিতেছে গুণাকর, শুন শুন মম পরিচয় । কম্বাট নগরে ধাম, রাজা তেজস্পপুঞ্জ নাম, অামি হই তাহার তনয় । কে বুঝে বিধির বাদ, শুন বলি সে সংবাদ, এক দিন ছিলাম ঘুমিয়ে। স্বপ্নে আসি এক নারী; ৰূপ বলিবারে নারি, গেল হার বদল করিয়ে । তদবধি মম মন, দিৰ নিশি উচাটন, ভেবে কিছুউপায় নাপাই । করে যদি কৃপা দান, বলে দেহ সে সন্ধান, তবেতো জীবন রহে ভাই। শুক জাতিস্মর হয়, বুঝিয়ে হাসিয়ে কয়, । যারে তুমি দেখেছ স্বপন । য়েবড় কঠিন কাজ, শুন বলি যুবরাজ; প্রকাশিয়ে সব বিবরণ। চন্দ্র হৃদয়েতে ধাম, গুণাধিপ গুণধাম, রাজা হন সসাগর পতি । তাহার তনয়া সেই নিদ্রায় হেরেছ যেই, ধরে ধন্য ধরায় যুবতী । এক মথে তার রূপ-কিবা কহিব স্বরূপ, ^ নাহি দেখি এমন রূপসী । কে আছে তাহার সমা, তিল তুল্য তিলোত্মমা, ( গ ) লাজ পায় শয়দের শশী ।