পাতা:জীবন যামিনী.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন ষামিনী । &సి গরবে করব ফুলে গাখিতেছে ঝাপ । কেহ বা সাঙ্গায় খোপা সুখে তুলি চাপ ॥ কেহ বা করিল কত ফুলের ভূষণ । সুবর্ণমানিল হারি করি দরশন । ফুলের মস্যার আর ফুলের আসন । ফুলের বাসর আদি কৈল সপীগণ । কি হার সে ফুল ধনু কত ফুল তায় । এ ফুলে হেৱিয়ে ফুলে পলণর লজ্জায় । আনন্দ সলিলে ভাসি পরে সখীগণ । উভয়ে সে ফুল লয়ে করে সুশোভন । নাগর নাগরী দেশহে সাজিলেন ভাল । বাসরে বলিল সুখে যর করি আীল । হেনকালে ফুল হার আনে সহচরী ৫ লজিত হইল তাহে হেরিয়ে সুন্দরী । ঈষৎ হাসিয়ে তবে কহিছে জীবন ৷ কেন প্রিয়ে বসনেতে ঢাকিলে-বদন ? এখন এ সাজ নাহি সাজে বিনোদিনী - না হতে প্রণয় লাভ হইলে মানিনী । স্বভাবে অভাব হলে মরি হায় হায় ? দেখাইলে নব ভাব পুেয়সী অামায় । ছেট মুখে শশিমুখী হাস্য করি কয় । ওহে রসরাজ এই মানেfর সময় । , এই হোতে মানধনে করে আবাহন । • চির দিন মানে মানে রব অনুক্ষণ । মধুমাখা বাক্য শুনি রসিক সুজন । • হরিষে কুসুম হার করিল গ্রহণ ॥৮