পাতা:জীবন যামিনী.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ } बौदन शक्लिबी ॥ মধ্যে মধ্যে ভূপতির পূরে আগমন । স্বীয় পিয় পুত্রবৎ ভাবেন রাজন। সুখ্যাতি হইল ক্রমে রাজ্যেতে পূচার । বশে বশ সব লোক হইল তাহার। সকল কৰ্ম্মেতে রাজা করে আবাহন। ক্রমেতে জীবন তার হইল জীবন। একদিন নরপতি লইয়ে জীবনে । মৃগয়া করিতে গেল হরিষে কাননে। বনে বনে করে রাজা মৃগ অন্বেষণ । মৃগ নাহি কোন বনে পায় দরশন ৷ দৈবাধীন মৃগ এক যায় পলাইয়ে। নৃপতি দেখিয়ে তাহ চলিল ধাইয়ে ॥ পরাভব হল রাজা পলাল হরিণ। ক্ষুধায়ব্যাকুল চিন্ত অঙ্গ হল ক্ষিণ । দিবা অবসান হৈল আইল যামিনী । অসিত পক্ষেরনিশি ধান্ত তমসিনী ॥ যন গণ ষটা করি করিছে গৰ্জ্জম। মধ্যে মধ্যে সৌদামিনী দেয় দরশন। চারি দিগে ঘোরাকার অতি ভয়ঙ্কর । কি ঝি রবে ঝিল্লীগণ ডাকে নিরন্তর ॥ থর থর কঁাপিতেছে যত লোক জন । ভূপতি চিন্তিত অতি করেন রোদন ৷ রাজার স্বভাব দেখি কহিছে জীবন। ধৈর্য্যধর মহারাজ চিন্তা কিকরণ । আপনি উতল হলে সবে পাবে ভয় । তাহাণ্ডে ঘটিৰে মন্দ ওহে সদাশয় ॥