পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ xii l Senate House. Calcutta she 5th. of 11ay, 1933. I have read with great interest the series of articles in which Pandit Krishna Pada Vidyaratna has worked out the fundamental points of agreement between Western Science and lndian Philosophy in respect of the Sun being the central principle of cosmic evolution. The Pandit is an erudite Sanskrit scholar, and the way in which he has worked out the parallelism is very striking. I hope he will collect the articles and publish them in a book form so as to bring it to the notice of a larger circle of readers. o Sd/-A. N. Mukherjee. Professor of ( mircraffy. শ্রদ্ধেয় পণ্ডিতপ্রবর শ্ৰীযুক্ত কৃষ্ণপদ বিদ্যারত্ন মহাশয়ের লিখিত *জীবন” বিষয়ক প্রবন্ধট পাঠ করিয়াছি । শ্রদ্ধেয় পণ্ডিত মহাশয় এই প্রবন্ধে স্বীয় অসাধারণ বিচারশক্তির পরিচয় প্রদান করিয়াছেন, বেদ উপনিষৎ প্রভৃতি আৰ্যশাস্ত্র বাইবেল কুরাণ প্রভৃতি প্রত্নচ ধৰ্ম্মশাস্ত্র ও প্রাশ্চাত্য পণ্ডিতবর্গের বিচার তরঙ্গ নিপুণতার সহিত অনুসন্ধান করিয়৷ প্রতিপাদ্য বিষয়ের পরিপোষণ করিয়াছেন । এই প্রবন্ধে পণ্ডিত মহাশয়ের আধ্যাত্মিক চিন্তার যথেষ্ট পরিচয় পাওয়া যায়। প্রাচ্য প্রতীচ্য চিন্ত৷ ধারার সমন্বয় প্রদর্শন করিতে পণ্ডিত মহাশয়কে বহু শাস্ত্র আলোচনা করিতে হইয়াছে। এই প্রবন্ধ চিন্তাশীল ব্যক্তিবর্গের আনন্দ বৰ্দ্ধন করিবে বলিয়া আমার দৃঢ় বিশ্বাস ।

  • (মহামহোপাধ্যায় ) শ্ৰীযোগেন্দ্রনাথ শৰ্ম্ম৷

কলিকাতা সংস্কৃত কলেজের দর্শনাদিশাস্ত্রের অধ্যাপক । טסוכן מס•