[ 8૭ ] উপরিভাগে উত্থিত হয়। কখন জলাকারে উঠিয়া উষ্ণপ্রসবণরূপে বাহির হয়, কখন বা প্রস্তরকর্দমবাস্প-অগ্নিরূপে বাহির হইয়া আগ্নেয়গিরির কার্য্য করে । উষ্ণ ও শীতপ্রস্রবণ ও আগ্নেয়গিরির সৌরতেজই কারণ। উল্কাপিণ্ডেরও স্বর্যাভেজই কারণ। লোহ, তাম্র, টিন প্রভূতি প্রায় ১২১৩টা পদার্থ উল্কাপিণ্ডে আছে । পুথিবীতে যে বস্তু নাই উল্কাপিণ্ডেও তাহ। নাই । খনিতে বিশুদ্ধ ধাতু পাওয়া যায় না, অথচ উল্কাপিণ্ডে তাহা পাওয়া যায়। উল্কাপিণ্ড সৌরগ্রহ হইতে উৎপন্ন, পুথিবী হইতে নহে । ইহাদ্বারা অনুমান করা যাইতে পারে যে সৌরগ্ৰহাদির মধ্যে ও পার্থিব বস্তু সকল আছে। উল্কাপিণ্ড ও সূর্যাকে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করিতে করিতে পুথিবীর সন্নিহিত হইলে মাধ্যাকর্ষণী শক্তিতে পুথিবীর উপরে পতিত হয়। প্রতীচ্যপণ্ডিতদিগের মতে সূৰ্য্য সকল দৃশ্যমান তারকা মণ্ডলের রাজা, কিন্তু গ্রহ নহে;—স্বৰ্য্যকে যাহারা প্রদক্ষিণ করে তাহারাই গ্রহ । প্রাচ্য পণ্ডিতদিগের মতে সূৰ্য্যও একটি অন্যতম গ্রহ। বুধ, শুক্র, পুথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, হর্শেল ও নেপচুন প্রভৃতি গ্রহ সূৰ্য্যমণ্ডলের নিকট হইতে উত্তরোত্তর দূরে থাকিয়া সূর্য্যের চারিদিকে পরিভ্রমণ করিতেছে । চন্দ্র ( প্রতীচ্যপণ্ডিতদিগের মতে উপগ্রহ, প্রাচ্য পণ্ডিতদিগের মতে গ্রহ ) পুথিবীকে পরিভ্রমণ করে । অন্যান্য গ্রহেরও অনেক উপগ্রহ আছে । ধূমকেতু জ্যোতিষ্কপদার্থ স্বৰ্য্যতেজে অধিক জ্যোতিষ্মান হইয়া পরিভ্রমণ করে। উপরিকথিত গ্ৰহ-উপগ্রহাদির কিরণ বা তেজঃ অধিক পৃথিবীর উপরে পড়িতেছে।
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৫৭
অবয়ব