পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रेy * खाबांकf१: । পরপরিচারক লোকসহিত নৌবারোহণ করিয়ানবিক জৰুলকে কহিলেম অবিশ্রশস্তৰূপে দিবারাত্রি নৌকা চালা ভে হইবেক নাবিকেরাও তদ্রুপ করিস অনন্তর এক বৈসু যায়ত ময়ে কুশদ্বীপে উপস্থত হইলেন, রজঃ যোগে রাজার সহিত সাক্ষাৎকরণ পরামর্শ সিদ্ধ হইল মা অতএব সেই রাত্রি অন্যত্র বাস করিলেম পরদিন প্রভাতে বিত্র মাদিত্য ব্রাহ্মণবেশ ধারণ বরিয়া কালিদাসকে সঙ্গে ছাইয়। রাজবাটীতে ফাইলেন ভীমসেন মহীপাল তৎকালে । বহিদ্বারে দণ্ডায়মান থাকিয় যথাযোগ্য দানদ্বারা গ্রাহক সকলকে সন্তুষ্ট করিতেছিলেন ঐ দীনদয়ালু মহী পাল প্রতিদিন কোটিস্বৰ্ণ রাজস্ব পাইভেন কিন্তু তৎসমু দয় দ’মগণকে বিতরণ করিতেন বরং কোনহ দিম দীন গুণের আধিক্য প্রযুক্ত রাণীর অঙ্গভর্ণ পর্য্যন্ত্রও দিতে হুইত তথাপিও রাজার কিম্বা রাজমহিষীর বৈরক্তি মাত্র ছিল না আঙ্কাদচিত্তে সম্পত্তি বিতরণ করিয়া তাৰওকে বস্তুষ্ট রাখিতেন, রাজা বিক্রমাদিত্য ক্ষণকাল এইপ্ৰকার নিরীক্ষণ করিয়া মন্দগমনে ভীমসেনের সাক্ষাতে উপস্থিত হইলেন এবং দণ্ডায়মান হইয়াবছিলেন হে মহারাজাধি দাৰ সেন, আশীৰ্ব্বাদ গ্রহণ করুন আমি দীন ভিক্ষুক ভিক্ষার্থ আসিয়াছি যদি আমার গ্রার্থনা সফল করেন তবে, জনের অভিলাষ প্রকাশ করি, তাহাতে ভীমসেন ব্ৰাহ্মণের পদধূলি এৰণ করিয়া করপুটে জিজ্ঞাসা করিলেন ছেগুরো