পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৪ জ্ঞানার্ণবঃ। - বেকন, তাহ চুইলে বিপদে পৰি এই ভাবনাতে তাহার উৎকট সঙ্কট উপস্থিত হইল কিন্তু মনেই এক উপায় চিন্তা করিয়া গৃহিণীকে কহিলেন, প্রিয়তমে আমার গৃহে দুইটা কালসপ ঢুকিয়াছে অতএব আমি দ্বার বন্ধ করিয়া সাপুড়িয়ার অন্বেষণার্থ গমন করিলাম যেনকেই গৃহের মধ্যে প্রবেশ করেন স্তমি মতি সাবধানে চৌকী দিবা এই বথা বলিয়া চিরঞ্জীব রক্ত বাটীতে যাইল কিন্তু গমন কালীন তন্ত্রবায়ের স্ত্রী দেখিস রাজ দূতের তন্তুবায়কে লইয়; যাইতেছে অতএব তাহীর মনে সন্দেহ জন্মিবায় পূঞ্জকে ডাকিয়া তাবদ্ধস্তান্ত কহিল তাহাতে পূঞ্জ বিবেচনা করিল রাজদূতেরা যে তাছাকে লইয়া, যাইল ইহার কোন গুপ্ত কারণ থাকিবে ইহাতে যদি কোন ' বিপদ উপস্থিত হয় তবে তাবদ্ধন রাজা গ্রহণ করিবেন। অতএব সৰ্পেদংশন করে করিবে সম্প্রতি ঐশ্বৰ্ষ সকল স্থানান্তর করিতে হইল এই বলিয়া দ্বারভুক্ত করিয়া গৃহ মধ্যে প্রবেশ কৱিৰ্ল এবং তথায় সপাদি না দেখিয়া তৎক্ষণাৎ তাবৎ সম্পত্তি অন্যত্র মৃত্তিকার নীচে পুতিয়া রালি রাষ্ট্রদূত সমভিব্যাহারে ওদিগে fচরঞ্জাব রাজ সদনে উপস্থিত হইয়া নমুম্বাবে নিবেদন করিল পৃথ্বী পতে, আমি অতি দীন প্ৰজা আমাকে কি নিমিত্ত ডাকিরছেন, আৰিমাপনকাৰুকোনকর্মের যোগ্যহইব রাজা কহিলেন চিরঞ্জীৰ স্তুমি কোন ব্যবসায়ে কালযাপন