পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼᎭ . खानागदः । - ব্যাপার দ্বারা অর্থাৎ কোন খঙ্গাকৃতি কাঠাদি দ্বার সেই দ্যগণকেনিবারণ করে তবে দ্যগণের ইষ্ট বিনাশ এবং গৃহস্থের ইন্ট সিদ্ধি হয় সাঙ্কেতিক ব্যাপারে যে প্রতারণা করণ ইহাতে কথন অনিষ্ট দূর হয় কন বা অৰিষ্ট ঘটিয় উঠে, দেখ যে সাঙ্কেতিক ব্যাপারে দ্যু গণকে দূরকর যাইতে পারে সেই সাঙ্কেতিক ব্যাপারেই মন্দ ঘটে অর্থাৎ যদি কোন মদ্যপায়ী ব্যক্তি কোন সচ্চরিত্র অমদ্যপ ব্যক্তিকে মদ্যপানাৰ্থ যাইবার নিমিন্থ সঙ্কেত করে আর সেই সচ্চরিত্র ব্যক্তি তাহান বুঝিতে পারিয়া তাঁহার সমভিব্যাহারে যায় তবে সঙ্কেত বোদ্ধা তৃতীয় ব্যক্তি সেই অমদ্যপ সঙ্গরিত্র যান্যবর ব্যক্তিকে মদ্যপ বোধে অশ্রদ্ধা করে । এই প্রতারণা কেবল মোহ দ্বারাই জন্মিয় থাকে ইহাতে অপমানাস্পদ ও অবিশ্বাস পাত্র হইতে হয়, এই ত্রিবিধা প্রতারণার মধ্যে মিথ্যাকথন দ্বারা যে জন প্রতারণা করে সে ব্যক্তি অতি নিন্দনীয়, কারণ ইহাতে প্রতারণা ও ৰিখ্যাকশ্ব এই উভয়ের যোগ আছে তাহাতে মিথ্যাকথা অবশ্যপ্রকাশিত হইয়া প্রবঞ্চকের অনিষ্ট করে । যেমন কর্মক্কার হইতে অস্ত্র জম্মিয় সেই কর্মকারকে ছেদন করে তাহার ন্যায় প্রতরিকের প্রবঞ্চনা প্রকাশিত হইয়া খাছারি ছানি করে । আর প্রবঞ্চনায় রাজদণ্ড ও পরমে ** সমীপে অপরাধ জন্মে । **