পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*やり* জানাণবঃ । মোহ বিষয়ে উছাহরণ । অত্যন্ত মুগ্ধ সনন্দ নাম এক ব্যক্তি ছিল তাছার সামান শিল্প শাস্ত্রে জ্ঞান জন্সিয়াছিল কিন্তু সে অতিশয় মোহ+ বৃত হইল তাহাতে তাহার অন্ম হিতাহিত বোধ হইত না এৰ৯ এতৎ কৰ্ম্মাচরণে নিন্দ ও ক্লেশ জন্মে এবং এতই কৰ্ম্মাচরণে প্রশংসা ও মুখ হয় ইত্যাদি বোধ থাকিতেও নিন্দনীয় কাৰ্য্য সকল মোহ হেতু আচরণ করিত তাহাতে vসৰ্ব্বত্র সৰ্ব্বলোকে নিন্দনীয় হইল অভএব সনন্দ ভনয় 'অভ্যস্ত লজ্জা পাইয়া স্বীয় জনককে অধিক স্তুতি মিনত্তি পূর্বক কহিলেন যে মহাশয়ের শিম্প শাস্ত্রাদি জ্ঞান আছে তথাপি নিন্দনীয় কাৰ্য্যাচরণ করেন ইহ কুৎসিত এমত কি মহাশয়ের ৰোধ হয় না তাহাতে সনন্দ উত্তর করিত হাঁ ইহা নিন্দনীয় জাভা আছি তথাপি এতদাচরণে আমার মুক্তি{হয় তাহাতে তাহার তনয় অনেক সদৃপদেশ প্রদান কয়িঙ্গ তাছাভে সনন্দ কুমশ বহু ক্লেশে মোহকে খর্ব করিতে চেষ্টিত হইল অতএব বহু কালানন্তর মোহ খৰ্ব্ব হইলে সনদ পরম জ্ঞানও পরম সুখ পাইল । লোভ বিষয়ক । ধনাদি বিষয়ে মানসিক যে ইচ্ছা বিশেষ তাহার নাম লোক্ত লোক কর্তৃক লোভ অতিশয় নিন্দনীয়, আর লোভ হেক্ত লৰ্ব্বসমীপে স্তচ্ছতা প্রাপ্ত হইতে হয় লোভির প্রতি জধিক মিদার কারণ এই যে ব্যক্তির লোভকে শীঘু