বিষয়বস্তুতে চলুন

পাতা:টুনটুনির বই.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 এই কথা বলে, সেটার ঘাড় ভেঙে, খেয়ে ফেললে।

 পরদিন যখন কুমির তার ছানা দেখতে এল, তখন শিয়াল তাদের একেকটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগল। ছয়টিকে ছয়বার দেখালে, শেষেরটা দেখালে দুবার। বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে, সাতটাই দেখানো হয়েছে। তখন সে চলে গেল, তার অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে বললে—‘পড়তো বাপু—

কানা খানা গানা ঘানা,
কেমন লাগে কুমির ছানা?’

 এই কথা বলে, সেটার ঘাড় ভেঙে, খেয়ে ফেলল।

 পরদিন কুমির তো ছানা দেখতে এল; শিয়াল একেকটি করে গর্তের

৯৬