বিষয়বস্তুতে চলুন

পাতা:টুনটুনির বই.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 সওদাগর বললে, ‘আর ভাই, সে কথা বলে কি হবে? আমার ঘোড়াটি চোরে নিয়ে গেছে। রাজার কাছে নালিশ করতে গেলুম, সেখানে চোর বললে কিনা ওটা তার গাছের ছানা! রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকেই দিয়ে দিয়েছেন।’

 একথা শুনে শিয়াল বললে, ‘আচ্ছা, এক কাজ করতে পার?’

 সওদাগর বললে, ‘কি কাজ?’

 শিয়াল বললে, ‘তুমি আবার রাজামশাইর কাছে গিয়ে বল, মহারাজ,
‘এটা তো আমার ঐ গাছের ছানা।’ [ পৃঃ ১০১
আমার একজন সাক্ষী আছে। আপনার বাড়িতে যদি কুকুর না থাকে, তবে সেই সাক্ষীটিকে নিয়ে আসতে পারি।’

 তখন সওদাগর আবার রাজার কাছে গিযে বললে, ‘মহারাজ, আমার একটি সাক্ষী আছে, কিন্তু আপনার বাড়ির কুকুরদের ভয়ে সে আসতে

১০২