এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চড়নী বললে, ‘ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে।’
চড়াই বললে, ‘আচ্ছা আমি সব এনে দিচ্ছি।’ বলে সে বনের ভিতর গিয়ে, গাছের সরু-সরু শুকনো ডাল মট-মট করে ভাঙতে লাগল।
সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল, সে চড়াইকে বলত ‘বন্ধু’। ডাল ভাঙার শব্দ শুনে সে বললে, ‘মট-মট করে ডাল ভাঙছ, ওকি আমার বন্ধু?’
চড়াই শুকনো ডাল মট-মট করে ভাঙতে লাগল।
চড়াই বললে, ‘হ্যাঁ, বন্ধু।’
বাঘ বললে, ‘ডাল দিয়ে কি হবে?’
চড়াই বললে, ‘কাঠ চাই, চড়নী পিঠে গড়বেন।’
শুনে বাঘ বললে, ‘বন্ধু, আমি কখ্খনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে।’
চড়াই বললে, ‘তবে যোগাড় সব এনে দাও?’
বাঘ বললে, ‘কি-কি যোগাড় চাই?’
৫৪