২ তৃতীয় সর্গ। Sk অঙ্গীকার করিলেন ; রাজপুরুষও কৃতকাৰ্য হইয়া প্ৰফুল চিত্তে প্ৰতিগমন করিলা । দেবতাদিগের এই অভাবনীয় করুণ দর্শনে আমাদিগের হৃদয়কদের কৃতজ্ঞতা ও বিস্ময় রসে উচ্ছলিত হইয়া উঠিল। দেখ! যাহাঁরা সত্যপালনের নিমিত্ত জীবনবিসর্জনেও উদ্যত হইয়াছিল, কি অম্ভত উপায় উদ্ভাবিত করিয়া দেবতারা তাহাদিগকে সত্যনিষ্ঠার পুরস্কার প্রদান করিলেন। আর, অর্থস্থায়, ইন্দ্ৰিয়সেৰাপরতত্র নরপতি যে भांनवकांडिल कि अनर्थकद्र ७ cकभन ७९oiाडदश्ङ् उांश DD BBB DBDDDBDBD BDDBDB BDBDB DBDBBD BDSS তদনন্তর, জামরা বলিতে লাগিলাম, যে ব্যক্তি নিরন্তর প্রতারিত হইবার আশঙ্কা করে, প্রতারিত হওয়াই তাহার উপযুক্ত প্রতিফল, আর এইৰূপ প্রতিফল প্রাপ্তিও প্ৰায় তাহার সর্বদাই ঘাঁটিয়া থাকে ; কারণ, সে ধাৰ্ম্মিক ব্যক্তিকে ছদ্মবেশী অধাৰ্ম্মিক স্থির করিয়া দুৰ্ব্বস্তুদিগের হস্তে আত্মসমৰ্পণ করে ; সে যে প্ৰতারিত হইতেছে সে তাহার কিছুই বুঝিতে পারে না । দেখ, একটা ঘূশিত বারনারী রাজাকে পুত্তলিকার ন্যায় লইয়া ক্রীড়া করিতেছে । কিন্তু দেবতাদিগের কি অপার মহিমা ! ভঁাহারা অধাৰ্ম্মিকের প্রতারণাকে ধাৰ্ম্মিকের জীবনরক্ষার উপায় করিয়া দিলেন। আমরা এই ৰূপে কথোপকথন করিতেছি, এমন সময়ে সহসা অনুকুল বায়ু বহিতে লাগিল । তদর্শনে নাৰ্বািল আনন্দে পুলকিত হইয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিলেন, প্রিয়তম টেলিমেকস ! দেবতারা তোমার প্রতি সদয় হইয়াছেন, ভঁাহারা তোমাকে এই বিষম বিপদ হইতে মুক্ত করিলেন ;
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১০০
অবয়ব