পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ । 8V প্রতিষ্ঠিত করিয়াছেন। তিনি বিদেশীয় লোকদিগের প্রতি সাতিশয় সৌজন্য প্রদর্শন করিতেন এবং তা হাদিগকে দেখিবার নিমিত্ত অত্যন্ত ব্যগ্ৰী হইতেন ; কারণ তিনি মনে করিতেন, ভিন্নদেশীয় আচার, ব্যবহার, রীতি, নীতি অৰগীত DB BDBDD BDi DDDB DBDB S BB DBDBDDB পৰ্যালোচনা করিতেছেন এমন সময়ে আমরা তৎসমীপে নীতি হইয়া দেখিলাম, রাজা স্বর্ণময় রাজদণ্ড হস্তে ধারণা করিয়া গজদন্তনিৰ্ম্মিত সিংহাসনে আসীন আছেন। তিনি পরিণতবয়স্ক বটে, কিন্তু তখন পৰ্য্যন্তও তঁাহার শরীরে লাবণ্য ও তেজস্বিতা এবং আকারে মাধুৰ্য্য ও গাম্ভীৰ্য্য সুৰ্যক্ত লক্ষিত হইতেছে। ভঁাহার বিচারশক্তি এমন অদ্ভুত যে, যথেচ্ছ প্ৰশংসা করিলেও চাটুবাদের অপবাদগ্ৰস্ত হইতে হয় না। তিনি রাজকাৰ্য্য পৰ্যালোচনা দ্বারা দিবাভাগ, এবং শাস্ত্রাঙ্গুশীলন ও সাধুজনের সহিত সদালাপ জ্বারা সায়ংকাল, অতি বাহিত করিতেন। পরাজিত নরপতিদিগের প্রতি অতিমাত্র গৰ্হিত ব্যবহার ও এক জন রাজপুরুষের উপর অনুচিত বিশ্বাসন্ন্যাস এই দুই ব্যাতিরিক্ত ভঁাহার। আর কোন দোষ ছিল না। আমাকে তরুণবয়স্ক দেখিয়া রাজার হৃদয়ে করুণা HBB DDDDS S S BBD KB DDS DSSYDBS BBDDS সায়াদির বিষয় জিজ্ঞাসা করিলেন। আমরা তঁহার বাক্যের ঔচিত্য ও গাম্ভীৰ্য্য শ্রবণে চমৎকৃত হইলাম। আমি উত্তর করিলাম, হে নরদেবীসিংহ ! আপনি অবগত আছেন, ট্রয় নগর দশ বৎসর অবরুদ্ধ থাকিয়া পরিশেষে ভস্মাবিশেষ হয়। এবং ঐ ব্যাপারে বহুসংখ্যক গ্ৰীসদেশীয় প্রধান বীরপুরুষ বিনষ্ট হন। ইথাকার রাজা ইউলিসিস আমার পিতা-;