ঠাকুরমা’র বুলি 多 SS সে কথা শুনিয়া দুই বোনে “হি ?” “হি!” করিয়া উঠিল,- “ও মা, মা, পুটির যে সাধ ! !” শুনিয়া রাজা,চলিয়া গেলেন । ( ७ ) পরদিন রাজা দোলা-চৌদোলা দিয়া পাইক পাঠাইয়া দিলেন, পাইক গিয়া গৃহস্থের তিন মেয়েকে নিয়া আসিল । তিন বোনু তো কঁাপিয়া ফুপিয়া অস্থির । রাজা অভয় দিয়া বলিলেন,-“ক’ল রাত্রে কে কি বলিয়াছিলে বল তো ?” কেহ কিছু কয় না ! শেষে রাজা বলিলেন,-“সত্য কথা যদি না বল, তো, বড়ই সাজা হইবে।” ר তখন বড় বোনু বলিল,-“আমি যে, এই বলিয়াছিলাম।” মেজো বোনু বলিল,-“আমি যে, এই বলিয়াছিলাম।” ছোট বোনু তবু কিছু বলে না । তখন রাজা বলিলেন,-“দেখ, আমি সব শুনিয়াছি । আচ্ছা! তোমরা যে যা’ হইতে চাহিয়াছ, তাহাই করিব !” তাহার পর দিনই রাজা তিন বোনের বড় বোনকে ঘেসেড়ার সঙ্গে বিবাহ দিলেন, মেজোটিকে সুপকারের সঙ্গে বিবাহ দিলেন, আর ছোটটিকে রাণী করিলেন। ܓ ܕܡܨ তিন বোনের বড় বোন ঘেসেড়ার বাড়ী গিয়া মনের সাধে। কলাই-ভাজা খায়; মেজো বােন রাজার পাকশালে সকলের আগে রাজভোগ খায়, আর ছোটবোন রাণী হইয়াসুখে রাজসংসার করেন। 多 SS'S
পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১০৩
অবয়ব