বিষয়বস্তুতে চলুন

পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

浚 ঠাকুরমা’র ঝুলি নিয়া আইস ।” . ܠ ܐ 浚 لش با ۳*** ۴۶ل § মাথার উপর হইতে কে বলিল,-“মানুষের কি কুকুর-ছানা, হয় ?” -ਯੋ-? “রাজা মহাশয়,-মানুষের কি বিড়াল-ছানা হয় ?” “-আঁ্যা !”-রাজা চমকিয়া উঠিলেন ! দেখিলেন, সোণার পাখীতে বলিতেছে, - “মহারাজ, এ সব যদি মানুষে খাইতে না পারে, তোমানুষের পেটে কাঠের পুতুল কেমন করিয়া হয় ?” রাজা বলিলেন,-“তা’ই তো, তা’ই তেী-আমি কি করিয়াছি !!” রাজা আসন ছাড়িয়া উঠিলেন। সোণার পাখী বলিল,- “মহারাজ, এখন বুঝিলেন ? ইহারাই আপনার ছেলেমেয়ে। দুষ্ট, মাসীরা মিথ্যা করিয়া কুকুর-ছানা, বিড়াল-ছানা, কাঠের পুতুল দেখাইয়াছিল।” রাজা থারথার কঁাপিয়া, চোকের জলে ভাসিয়া, অরুণ বরুণ কিরণকে বুকে নিলেন ---“হায় ! দুঃখিনী রাণী যদি আজ থাকিত ?” সোণার পাখী চুপি চুপি বলিল,-“অরুণ বরুণ কিরণ। নদীর তী ও-পারে যে কুঁড়ে, সেই কুঁড়েতে তোমাদের মা থাকেন, বড় দুঃখে মর-মর হইয়া তোমাদের মায়ের দিন যায় ; গিয়া তাহাকে Avsta, r